গাজোল

হাই মাদ্রাসা পরীক্ষায় সেরা দশে পাঁচ পড়ুয়া

 

হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম এবং সেরা ১০ এর তালিকায় স্থান করে নিয়েছে গাজোলের পাঁচ পড়ুয়া। খুশির হাওয়া পুরো গাজোল ব্লক জুড়ে। খুশি পড়ুয়াদের অভিভাবক থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ।

    মাধ্যমিকের পর এবার ফল প্রকাশ হল হাই মাদ্রাসা পরীক্ষার। ফল প্রকাশে দেখা যায়, হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে গাজোল ব্লকের রামনগর হাই মাদ্রাসার ছাত্র সহিদুর রহমান। এছাড়াও সেরা দশের তালিকায় নাম রয়েছে মোট পাঁচজন পড়ুয়ার। গাজোল ব্লকের রামনগর হাই মাদ্রাসার ছাত্র হাই মাদ্রাসা পরীক্ষায় ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থানে সহিদুর রহমান। এছাড়াও সেরা দশের কৃতি তালিকায় রয়েছে রামনগর হাই মাদ্রাসার বেশ কয়েকজন কৃতি পড়ুয়ার নাম। রাজ্যে প্রথম ছাড়াও পঞ্চম স্থানে রামনগর হাই মাদ্রাসার ছাত্র আসামুল হক, যার প্রাপ্ত নম্বর ৭৭১। এছাড়াও ষষ্ঠ স্থানে যুগ্মভাবে রয়েছে দুজন। যারা হলেন মারুফ আলম এবং আসিফা ইয়াসমিন। তাদের প্রাপ্ত নাম্বার ৭৭০ এবং অষ্টম স্থানে রয়েছে ওই বিদ্যালয়েরই রেশমা খাতুন। যার প্রাপ্ত নাম্বার ৭৬৫। শুক্রবার হাই মাদ্রাসা পরীক্ষার ফল প্রকাশের পরেই খুশিতে মেতে ওঠেন অভিভাবকেরা। এদিন কৃতি পড়ুয়াদের হাতে মার্কশিট তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের তরফে দেওয়া হয় সম্বর্ধনা।